আমাদের সবাইকে রেখে চলে গেলেন মওদুদ ভাই। তিনি ছিলেন আমার অনেক প্রিয় ব্যক্তিত্ব, খুব কাছের ও হৃদয়ের মানুষ। সব সময়ই আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। তার হাত ধরেই আমি ছাত্র শক্তিতে নাম লিখিয়েছিলাম।
পরবর্তীকালে রাজনীতিতে যতই টানাপোড়েন থাকুক না কেনো মওদুদ ভাই সব সময়ই ছিলেন- ‘আমার প্রিয় মওদুদ ভাই’। তার স্মৃতি ভুলবার নয়।