এবার ঢাবির হলে শিক্ষার্থীদের প্রবেশ
করোনাকালে বন্ধ ঘোষণার পর থেকে এখনো খোলেনি কোনো বিশ্ববিদ্যালয়। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় সেখানে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রবেশ করেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলেও শিক্ষার্থীদের প্রবেশের খবর পাওয়া গেছে।
আজ দুপুরে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে প্রবেশ করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলছেন, হলের গেট খোলা ছিল তাই তারা প্রবেশ করেছেন। এতে তাদের কেউ বাধা দেয়নি।
এ বিষয়ে জানতে হলটির প্রভোস্টের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।